এক মাস আগে কলকাতা নাইট রাইডার্সের হয়ে আইপিএলে সবশেষ ব্যাটিংয়ে নেমেছিলেন সাকিব আল হাসান। এরপরের ম্যাচগুলোতে খেলা হয়নি তার। মূলত ব্যাটে রানের দেখা না মেলায় দলে জায়গা হারান তিনি। এরপর স্থগিত আইপিএল থেকে দেশে ফিরে কোয়ারেন্টিন কাটিয়ে শ্রীলঙ্কা সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে মাঠে নেমেও তেমন সুবিধা করতে পারেননি সাকিব। রানে ফেরার ইঙ্গিত দিলেও ২০ বলে ২৭ রান করেন প্যাভিলিয়ানের পথ ধরেন বিশ্বসেরা এই অলরাউন্ডার।
আজ বৃহস্পতিবার সকালে সাভারের বিকেএসপির ৪নং মাঠে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন সবুজ দলের অধিনায়ক মাহমুদ উল্লাহ রিয়াদ। টসে জিতে ব্যাট করতে এসে শুরুটা ভালো হয়নি সৌম্য সরকারের। মাত্র ২ রান করেই রানআউটের শিকার হন এই ওপেনার। তবে কোচের চাওয়ায় দ্বিতীয়বারের মতো ব্যাটিংয়ের সুযোগ দেওয়া হয় তাকে। এরপর ৪২ রান করে অবসরে যান তিনি। অন্যপ্রান্তে থাকা আরেক ওপেনার নাঈম শেখও ৪৮ করে অবসর নেন।
এর ব্যাটিংয়ে এসে দারুণ শুরু করে সাকিব আল হাসান। তার ব্যাটে রান দেখে স্বস্তির দেখা মিলেছিল দলে। কিন্তু ইনিংস বড় করতে পারেননি তিনি। শেখ মেহেদী হাসানের শিকার হওয়ার আগে ২০ বলে ২ চারে ২৭ রান করেন তিনি। এছাড়াও মোহাম্মদ মিঠুন মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন।