টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
আলোচনায় সাকিব, যা বললেন তামিম

আলোচনায় সাকিব, যা বললেন তামিম

সাকিব তিনে ব্যাট করবে

২০১৯ ওয়ানডে বিশ্বকাপে তিন নম্বর পজিশনে ব্যাট করে রানের ফুলঝুরি ছুটিয়েছেন সাকিব আল হাসান। তবে এই পজিশনে তিনি নিয়মিত নন। মাঝে নাজমুল হোসেন শান্ত ব্যাট করেছেন এই পজিশনে। তবে এবার মূল স্কোয়াড থেকে বাদ পড়েছেন শান্ত। ফলে পছন্দের পজিশনে ফিরছেন বিশ্বসেরা অলরাউন্ডার। শুক্রবার এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে তামিম ইকবাল এমটাই জানিয়েছেন।

তামিম বলেন, ‘সাকিব তিনে ব্যাট করবে। তার সামর্থ্যের প্রতি আমার পূর্ণ আস্থা আছে। সেই সঙ্গে এটাও বুঝতে হবে, ২০১৯ বিশ্বকাপে সে যা করেছে তা অবিশ্বাস্য (৮ ম্যাচে ৬০০ রান)। তাকে আবারও সেরকম কিছু করতে দেখতে আমি খুশিই হবো, তবে এটা সবসময় সম্ভব নয় এবং এটা আমাদের মেনে নিতে হবে।’

সাকিবের মতো আইপিএল খেলে ফেরার পর কোয়ারেন্টাইন পর্ব শেষ করে ফিরছেন মোস্তাফিজুর রহমানও। আইপিএলে নিজের পুরনো রূপ ফিরে পাওয়ার ইঙ্গিত দিয়েছেন ২৫ বছর বয়সী পেসার। কিন্তু তামিম এত স্বল্প সময়ের পারফরম্যান্স দিয়ে তাকে বিচার করতে চান না, ‘দেখুন, কারো পারফরম্যান্স নিয়ে আমরা যা ভাবি তা মিডিয়ার চেয়ে আলাদা। মাত্র ৩-৪ ম্যাচের পারফরম্যান্স দিয়ে কিছু বিচার করা ঠিক হবে না।’

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital