টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
তালাবদ্ধ ঘরে পড়েছিল মা ও দুই মেয়ের লাশ

তালাবদ্ধ ঘরে পড়েছিল মা ও দুই মেয়ের লাশ

বান্দরবানের লামায় এক কুয়েত প্রবাসীর বাড়ি থেকে তার স্ত্রী ও দুই মেয়ের লাশ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার সন্ধ্যায় লামা পৌরসভার চাম্পাতলী এলাকার বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। এরা হলেন প্রবাসী নুর মোহাম্মদের স্ত্রী মাজেদা বেগম (৪০), মেয়ে রাফি (১৩) ও দশ মাস বয়সী নুরি। তাদের মৃত্যুর কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনাস্থল পরিদর্শন করেছেন লামা সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম। তিনি জানান, শুক্রবার সকাল থেকে নুর মোহাম্মদের বসতঘরের সবদিক বন্ধ থাকায় স্থানীয়দের কৌতূহলের সৃষ্টি হয়। প্রতিবেশী কয়েকজন পিছনের জানালা দিয়ে ঘরের ভিতর উঁকি দিয়ে দুটি ঘরে তিন জনের লাশ দেখেন।

পরে স্থানীয়রা বিষয়টি লামা থানা পুলিশকে জানান। খবর পেয়ে সন্ধ্যা ৭টায় পুলিশ তিন জনের লাশ উদ্ধার করে। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করেছে পুলিশ। ঘরের বিভিন্ন অংশে ভাংচুরের আলামত পাওয়া গেছে বলে জানান পুলিশ সুপার মো. রেজওয়ানুল ইসলাম।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital