গত ২৬ এপ্রিল মাঠপর্যায়ে ১৩তম গ্রেড বাস্তবায়ন করতে নির্দেশ দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। সেই নির্দেশ অনুযায়ী ১০ মের মধ্যে দেশের সব জেলা উপজেলার প্রাথমিক সহকারী শিক্ষকদের এ বেতনগ্রেড বাস্তবায়ন হওয়ার কথা থাকলেও তা নিয়ে এখনো একাধিক উপজেলায় দর-কষাকষিতে ব্যস্ত শিক্ষা কর্মকর্তারা।
শিক্ষকদের বেতনগ্রেড নিয়ে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক বলেন, অধিদপ্তর থেকে ১০ তারিখ সময় বেধে দেয়ার পরও কাজ হচ্ছে না। এজি অফিসে কাগজ পড়ে আছে। উপজেলা শিক্ষা অফিসার ও এজি অফিস সবারই আন্তরিকতার অভাব রয়েছে। এজন্য এখনো বহুল প্রতিক্ষিত ১৩তম বেতন গ্রেড বাস্তবায়ন হচ্ছে না।