টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
অসংখ্য ছাত্রকে বলাৎকার : কওমি শিক্ষক গ্রেফতার

অসংখ্য ছাত্রকে বলাৎকার : কওমি শিক্ষক গ্রেফতার

অসংখ্য ছাত্রকে বলাৎকার!

কয়েকজন ছাত্রকে ধর্ষণের অভিযোগে বগুড়ায় ওমর ফারুক (৩৮) নামে কওমি মাদরাসার এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শুক্রবার (২১ মে) দুপুরে জেলা সদরের পলাশবাড়ি উত্তরপাড়া হাফেজিয়া কওমি মাদরাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ওমর ফারুক বগুড়ার শিবগঞ্জ উপজেলার গুজিয়া গ্রামের নকিল আলীর ছেলে।

জানা যায়, গ্রেফতার হওয়া শিক্ষক ওমর ফারুক মাদরাসাতে আবাসিক শিক্ষক হিসেবে থাকতেন। রমজান মাসে মাদরাসায় আবাসিকভাবে থাকা কয়েকজন ছাত্রকে তিনি বলাৎকার করেন। ভয়ে ছাত্ররা কাউকে কিছু না বলে ঈদের ছুটিতে বাড়ি চলে যায়। ঈদ শেষে মাদরাসা খুললে ছাত্ররা ফিরতে আপত্তি করে। এক পর্যায়ে কারণ হিসেবে অভিভাবকরা বলাৎকারের বিষয়টি জানতে পারলে তা গ্রামে ছড়িয়ে পড়ে। তখন গ্রামবাসী মাদরাসায় গিয়ে ওই শিক্ষককে আটকে রাখেন। পরে পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে তাকে আটক করে।

বগুড়া সদর থানার এসআই বেদার উদ্দিন জানান, এই খবর জানাজানি হলে গ্রামের লোকজন মাদরাসা ঘেরাও করে। খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং এই শিক্ষককে গ্রেফতার করে। বেশ কয়েকজন ছাত্রকে এই শিক্ষক বলাৎকার করেছে জানিয়ে তিনি বলেন, এদের মধ্যে দুইজন ছাত্রের অভিভাবক মামলা করবে বলে জানিয়েছেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital