টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যেগে সামাজিক অভিযান পরিচালনা। 

আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠন এর উদ্যেগে সামাজিক অভিযান পরিচালনা। 

মাগুরা জেলার মহম্মদপুর উপজেলার ঘুল্লিয়া গ্রামের একমাত্র সমাজ সেবা মূলক সংগঠন “আলোকিত ঘুল্লিয়া সমাজ কল্যাণ সংগঠন”। এই সংগঠন উদ্যেগে গতকাল ২২ মার্চ রাতে পুরো গ্রামে অনলাইন গেমসের নেতিবাচক প্রভাব, আসছে ঘুর্নিঝড় যশ সম্পর্কে অবহিত করণ এবং ফিলিস্তিনি মুসলিমদের জন্য দোয়া চেয়ে সামাজিক অভিযান পরিচালনা করা হয়।  তাদের এ অভিযান বিকাল থেকে শুরু হয়ে রাত প্রায় দশটা পর্যন্ত অব্যহত থাকে।
এসময় উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি মোঃ ইমদাদুল হক, সহ-সভাপতি নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক সোহেল রানা, কোষাধ্যক্ষ জব্বার আলী, সহ-সাংগঠনিক সম্পাদক হাবিবুল্লাহ অন্ত সহ সংগঠনের নেতৃবৃন্দ এবং সদস্য বৃন্দ। তারা সকল অভিভাবকদের কে এই অনলাইন গেমসের নেতিবাচক প্রভাব সম্পর্কে বোঝায় এবং সকলেই তাদের কাজকে সাধুবাদ জানায়।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital