সুনামগঞ্জের মধ্যনগর বাজার খেলার মাঠে এক ফুটবল টুর্নামেন্ট প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দুই দলের মাঝে প্রীতি ফুটবল ম্যাচে উদ্বোধন করেন, প্রধান অতিথি- বাজার বনিক সমিতির সভাপতি ও উপজেলা বাস্তবায়ন পরিষদের সাধারণ সম্পাদক অমরেশ রায় চৌধুরী, আওয়ামী লীগের নেতা নির্মাল্য তালুকদার বাপ্পি, বিশেষ অতিথি মধ্যনগর থানা যুবলীগের সভাপতি মোস্তাক আহমেদ, চেয়ারম্যান প্রবীর বিজয় তালুকদার, যুবলীগ সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক ওবায়দুল খান রনি, স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক প্রদীপ চন্দ্র সরকার, গলহা উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও মধ্যনগর থানা প্রেসক্লাবের সভাপতি এম এ মান্নান সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ।
অনুষ্ঠিত ম্যাচটি সোমবার বিকাল ৫ টায় উৎসব মুখর আনন্দ গানের মাধ্যমে অনুষ্ঠিত হয়। পাল্টা পাল্টি আক্রমণে উত্তেজনার সাথে খেলাটি শেষ হয়। এই উত্তেজনাকর ফুটবল প্রতিযোগীতায় টেইলার্সএকতা সমিতি ২- ১ গোলে একতা গার্মেন্টস সমিতিকে পরাজিত করে।
বিজয়ী দলকে পুরষ্কার স্বরূপ ১ টি ট্রফি ও ১ টি খাসি প্রদান করা হয়েছে।