টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ন্যাটো দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে তুর্কি ড্রোন কিনছে পোল্যান্ড

ন্যাটো দেশের মধ্যে প্রথম দেশ হিসেবে তুর্কি ড্রোন কিনছে পোল্যান্ড

তুরস্কের কাছ থেকে ২৪টি সশস্ত্র ড্রোন কিনছে পোল্যান্ড

সামরিক জোট ন্যাটোর সদস্য দেশ হিসেবে প্রথমবারের মতো তুরস্কের কাছ থেকে ড্রোন কিনতে যাচ্ছে পোল্যান্ড। শনিবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় এই ঘোষণা দিয়েছেন। তিনি জানিয়েছেন, তুরস্কের কাছ থেকে ২৪টি সশস্ত্র ড্রোন কেনা হবে।

ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এখবর জানিয়েছে। বেরাক্তার টিবি২ নামের ড্রোনটি আগামী বছর পোল্যান্ডকে হস্তান্তর করবে তুরস্ক। এতে ট্যাংকবিধ্বংসী অস্ত্র যুক্ত করা হয়েছে। পোলিশ প্রতিরক্ষামন্ত্রী মারিউসুজ ব্লাসচেক জানান, তুরস্কের কাছ থেকে ড্রোন সংশ্লিষ্ট ও সরঞ্জাম এবং প্রশিক্ষণ প্যাকেজ কেনা হবে। এই তুর্কি ড্রোনগুলো যুদ্ধে নিজেদের সামর্থ্য দেখিয়েছে। সেনাবাহিনীর একটি কোম্পানি ড্রোনগুলো ব্যবহার করবে বলে জানিয়েছেন তিনি। তবে এই বিষয়ে বিস্তারিত কিছু জানাননি।

তুরস্কের দাবি, প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান পশ্চিমা অস্ত্রে নির্ভরতা কমিয়ে নিজেদের উৎপাদন বাড়ানোর উদ্যোগের ফলে দেশটি এখন বিশ্বের চতুর্থ বৃহত্তম ড্রোন উৎপাদনকারী দেশে পরিণত হয়েছে। তুর্কি কোম্পানি বেয়কার এই ড্রোনটি আজারবাইজান, ইউক্রেন, কাতার ও লিবিয়ার কাছে বিক্রি করেছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital