এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য মসজিদের ইমাম আব্দুর রহমানকে (৬৫) আটক করেছে র্যাব। মঙ্গলবার ভোর ৫টার দিকে দক্ষিণখানের সরদার বাড়ি জামে মসজিদের সেপটিক ট্যাংকের ভেতর থেকে টুকরা লাশ উদ্ধার করা হয়। দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) আজিজুল হক মিয়া বলেন, আজহারুল পেশায় একজন পোশাক শ্রমিক ছিলেন, পরিবারের সঙ্গে দক্ষিণখান এলাকায় থাকতেন। কয়েকদিন ধরে তাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ভোরে মসজিদের পেছনে সেপটিক ট্যাংকের ভেতর থেকে তার ৭ টুকরা মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরো বলেন, এ হত্যাকাণ্ডের সঙ্গে মসজিদের ইমাম আব্দুর রহমান জড়িত থাকতে পারেন। তাকে ইতোমধ্যে আটক করা হয়েছে। পরকীয়া সম্পর্কের জের ধরে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। মরদেহ আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।