টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি আহত

বিএসএফ’র গুলিতে মিলন ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে

লালমনিরহাটের আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তে মঙ্গলবার ভোরে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ’র গুলিতে মিলন ইসলাম (২৬) নামে এক বাংলাদেশি গুলিবিদ্ধ হয়েছে বলে বিজিবি সূত্রে জানা গেছে। লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্ণেল এসএম তৌহিদুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। গুলিবিদ্ধ আহত মিলন ইসলাম আদিতমারী উপজেলার সাপ্টিবাড়ী ইউনিয়নের সাপ্টিবাড়ী এলাকার রাজা মিয়ার ছেলে।

লালমনিরহাট-১৫ বিজিবি ব্যাটালিয়ন ও স্থানীয় সীমান্ত সূত্রে জানা গেছে, আদিতমারী উপজেলার দূর্গাপুর সীমান্তের ৯২৫ নম্বর মেইন পিলার এলাকার চওড়াটারী বজলার দিঘী সীমান্ত পথে মিলন হোসেন সহ ৫/৬ জন চোরাকারবারী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করে ভারতীয় গরু আনতে গেলে কোচবিহার ১০০ বিএসএফ ব্যাটালিয়নের পদ্ম ক্যাম্পের টহল দলের সদস্যরা গুলি ছোড়ে। এতে কোমরের পেছনে গুলিবিদ্ধ হন মিলন হোসেন। এসময় মিলনের সঙ্গীরা তাকে উদ্ধার করে পালিয়ে আসে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital