এসময় প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি এ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্যে দিয়ে এর শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। মাগুরা সদর উপজেলার রামনগর হরিপদ মাধ্যমিক বিদ্যায়ল প্রাঙ্গণে ভিডিও কনফারেন্স অনুষ্ঠানে এসময় সংযুক্ত ছিলেন রেলপথ মন্ত্রণালয়ের মন্ত্রী নুরুল ইসলাম সুজন, মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর ও মাগুরা-২ আসনের সংসদ সদস্য ডঃ শ্রী বীরেন শিকদার, রেল মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ সেলিম রেজা, খুলনা বিভাগীয় কমিশনার মোহম্মদ ইসমাইল হোসেন, মাগুরা জেলা প্রশাসক ড. আশরাফুল ইসলাম সহ বিভিন্ন পর্যায়ের সরকারি কর্মকর্তা এবং রাজনৈতিক ব্যাক্তিবর্গ।