বৃহস্পতিবার বিকেলে গৌরনদী মডেল থানা পুলিশ হাসপাতাল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। কাজী উজ্জল আগৈলঝাড়া উপজেলার বেলুহার গ্রামের মাহবুবুর রহমান মিঠুর ছেলে। নিহতের মা হাসি বেগম অভিযোগ করেন, পূর্ব শত্রুতার জেরে উজ্জলের চাচা কাজী মাসুম তার সহযোগীদের নিয়ে পরিকল্পিতভাবে তার ছেলেকে হত্যা করে। মাসুমের সাথে দীর্ঘদিন থেকে জমিজমা নিয়ে তাদের বিরোধ চলে আসছে। ধারণা করা হচ্ছে ওই বিরোধের জের ধরে বুধবার রাতে উজ্জলকে পরিকল্পিতভাবে হত্যা করে লাশ গৌরনদী হাসপাতালে ফেলে পালিয়ে যায়।
গৌরনদী উপজেলা হাসপাতালের মেডিকেল অফিসার ডা. মো. মনিরুজ্জামান বলেন, বিষয়টি তাৎক্ষণিক থানা পুলিশকে অবহিত করার পর পুলিশ হাসপাতাল থেকে নিহতের লাশ উদ্ধার করে নিয়ে যায়।
আগৈলঝাড়া থানার পরিদর্শক (তদন্ত) মোঃ মাজাহারুল ইসলাম বলেন, বিষয়টি শোনার পর বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে উজ্জলের লাশ উদ্ধার করে নিয়ে আসা হয়। পরবর্তীতে লাশের ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়। ময়নাতদন্তের রির্পোট পাওয়ার পর তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেয়া হবে।