তাহিরপুর পাটলাই নদীতে বিশেষ অভিযান, বালুসহ আটক দুটি নৌকা
সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার পাটলাই নদীতে অবৈধভাবে উত্তোলনকৃত বালু পাচার করার সময়,বিশেষ অভিযান চালিয়ে বালুসহ ২টি নৌকা আটক করে প্রশাসন।
জানা যায় উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নের বিগত কয়েকদিন ধরে অবৈধভাবে উত্তোলনকৃত খনিজবালু নৌকাযোগে পাচার করছে,একদল বালুখেকো।
এমন সংবাদের ভিত্তিতে শুক্রবার (২৮মে) দুপুরে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এর নির্দেশে,থানা অফিসার ইন-চার্জ আব্দুল লতিফ তরফদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ একটি বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় ১৫হাজার ঘনফুট বালু সহ দুইটি ষ্টিল বডি আটক করে
আটককৃত বালু জনসম্মুখে নিলামের মাধ্যমে সর্বোচ্চ দরদাতার কাছে প্রতি ঘনফুট বালু ৩২টাকা ধরে,ভ্যাট আইডি বাধে আনুমানিক ৪লক্ষ ৮০ হাজার টাকা বিক্রি করা হয়।
এছাড়াও অবৈধ ভাবে উত্তোলনকৃত খনিজবালু পরিবহণের দায়ে প্রতিটি নোকার মালিককে ৭৫হাজার টাকা করে মোট ১লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রায়হান কবির এর সাথে যোগাযোগ করলে এর সত্যতা নিশ্চিত করেন।