শুক্রবার মিরপুর ১১ আদর্শনগর দুই প্লট ৪ নম্বর গলিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। নিহত শিশুর নাম সোহানা। বয়স ১০ বছর। সে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল। তার বাবার নাম সোহেল। পেশায় ভ্যানচালক। মা কুলসুম। সোহানার সৎ মা পারভীন (৩০)। সোহানার মামা নূর হোসেন জানান, কুলসুমের সঙ্গে ৪ বছর আগে ছাড়াছাড়ি হয় সোহেলের। বিচ্ছেদের পর কুলসুম মেয়েকে নিজের কাছে রাখে। পরে সোহেল তাকে নিজের কাছে নিয়ে যায়। এরপর থেকে সোহানা বাবা ও সৎ মা পারভীনের কাছেই থাকত।
নূর হোসেনের অভিযোগ, সোহানাকে দিয়ে ঘরের কাজ করাতেন পারভীন। কাজ না করলে তাকে মারধর করা হতো। সোহানা এমন অত্যাচারের কথা বারবার তার মামা নূর হোসেনকে জানিয়েছে। নূর হোসেন সোহেলকে বিষয়টি জানিয়ে কোনো সুরাহা পায়নি। নূর হোসেন বলেন, সকালে লোকমুখে শোনেছি, ভাগ্নিকে হাসপাতাল থেকে মৃত অবস্থায় ফেরত আনা হয়েছে। পরে আমি পুলিশে খবর দেই। নূর হোসেনের অভিযোগ, সোহানাকে পারভীন আজ সকালে মণিপুরে নিয়ে মাথায় আঘাত করে হত্যা করেছে। হত্যার পর তাকে স্থানীয় বেসরকারি হাসপাতালে নেয়া হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে পল্লবী থানার এসআই আতাউর মাহমুদ বলেন, ঘটনা জেনে আমরা লাশ থানায় নিয়ে এসেছি। এ ঘটনায় তার বাবা ও সৎ মাকে আটক করা হয়েছে।