শুক্রবার দিবাগত রাত ১২টার দিকে আশুলিয়ার শ্রীপুর এলাকায় এজিজ টেক্সটাইল-স্পিনিং অ্যান্ড কটন মিলস লিমিটেডের একটি গোডাউনে আগুন লাগে। সূত্রমতে, আশুলিয়ার ওই এলাকার একটি সুতার গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটে। পরে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪ টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রায় ১ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।
সাভার ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার জাহাঙ্গীর আলম জানান, প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে জানা যায়নি। তদন্ত করে এসব তথ্য পরে জানানো হবে।