টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ফিলিস্তিনিদের ধরপাকড় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল

ফিলিস্তিনিদের ধরপাকড় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল

টানা ১১ দিন সংঘাতের পর ফিলিস্তিনের সাথে যুদ্ধবিরতি চুক্তি করার পরও ধরপাকড় অভিযান অব্যাহত রেখেছে ইসরায়েল।

বৃহস্পতিবার শেখ জাররাহ এলাকা থেকে এক ফিলিস্তিনি সাংবাদিকসহ দুইজনকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। এছাড়া যুদ্ধবিরতির পর থেকে দুই দিনে নতুন করে অন্তত ২৫০ ফিলিস্তিনিকে গ্রেফতার করা হয়। দ্যা নিউ আরবের বারাতে জানা যায়, সোম ও মঙ্গলবার ২৫০ জন ফিলিস্তিনিকে গ্রেফতার করেছে ইসরায়েলি বাহিনী। মানবাধিকার কর্মীদের মতে, ফিলিস্তিনিদের ওপর ইহুদিবাদী ইসরায়েলের হামলার ঘটনা ঘটলেও তারা কোনো সাজা পায় না।

ওয়াদি আরা ও কাফর মান্দা ছাড়াও নেগেভ এবং উম্ম আল-ফাহমেও গ্রেফতারি অভিযান চালিয়েছে ইসরায়েলি পুলিশ। বেশিরভাগ যুবককে লোদ শহর থেকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। ওই শহর থেকে কমপক্ষে ১৪০ জনকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, গত ১০ মে থেকে ইসরায়েল অবরুদ্ধ গাজা উপত্যকার বেসামরিক অবস্থানগুলোতে ভয়াবহ বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা চালায়। এতে ৬৯ শিশুসহ অন্তত ২৬০ ফিলিস্তিনি নিহত হয় এবং আহত হয় আরও প্রায় দুই হাজার ফিলিস্তিনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital