টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
অবশেষে তামিমকে শাস্তি পেতে হলো

অবশেষে তামিমকে শাস্তি পেতে হলো

সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে তৃতীয় ও শেষ ওয়ানডে ম্যাচে তার আউট নিয়ে প্রতিক্রিয়া দেখিয়ে আইসিসির শাস্তি পেতে হচ্ছে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে

তামিমের ধারণা ছিল, বলটি তার ব্যাটে কোনোমতেই লাগেনি। আওয়াজ হয়েছে মূলত ব্যাট মাটিতে হিট করায়। তাই রিভিউ নিয়ে নেন সাথে সাথে। কিন্তু রিভিউয়ে স্নিকোমিটার দেখায়, আলতো করে ব্যাটের গা ছুঁয়ে গেছে বল। ফলে আম্পায়ারের আউটের সিদ্ধান্তই বহাল থাকে। তামিম ওই সিদ্ধান্ত মানতে পারেননি। মাঠেই অসন্তোষ প্রকাশ করেন। পরে বের হয়ে যাওয়ার সময় কিছু বলতে ও মাথা নাড়তে দেখা যায় টাইগার অধিনায়ককে।

ফলে শাস্তি পেতে হচ্ছে দেশসেরা ওপেনারকে। আইসিসির ম্যাচ রেফারি নিয়ামুর রশিদ তামিমের বিরুদ্ধে এই শাস্তি আরোপ করেছেন। বাংলাদেশ অধিনায়ক তার ভুল স্বীকার করে নেয়ার নতুন করে আর শুনানির প্রয়োজন পড়েনি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital