টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
চেলসি-ম্যান সিটির ইউরোপিয়ানে শ্রেষ্ঠত্বের লড়াই

চেলসি-ম্যান সিটির ইউরোপিয়ানে শ্রেষ্ঠত্বের লড়াই

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা এখনো ছোঁয়া হয়নি ম্যানচেস্টার সিটির

চ্যাম্পিয়ন্স লিগের সফল কোচ পেপ গার্দিওলা কী পারবেন, ম্যানসিটিকে ইউরোপ সেরার শিরোপা দিয়ে, সে সুযোগ করে দিতে? ২০২০-২১ মৌসুমের শিরোপা হাতছানি দিচ্ছে ম্যানসিটি ও চেলসির সামনে। পর্তুগালের এস্তাদিও দো দ্রাগাওতে বাংলাদেশ সময় রাত ১টায় ফাইনালে আজ মুখোমুখি হচ্ছে অল ইংলিশ।

ফাইনালে পৌঁছে চেলসি। কিন্তু গত কয়েক মাসের পারফরম্যান্স, দ্য ব্লুজদের কোনোভাবেই হালকা করে দেখার সুযোগ নেই। সেটি সিটি কোচ গার্দিওলা সবচেয়ে ভালো করে জানেন। কারণ, শেষ দুইবারের দেখায় এফএ কাপ ও প্রিমিয়ার লিগের ম্যাচে টমাস টুখেলের চেলসির কাছে হেরেছে তার সিটিজেনরা। মৌসুমে দুই দলের তিন বারের দেখায় একটি ম্যানসিটি, দু’টিতে জয় পেয়েছে চেলসি। দু’দলের মুখোমুখি লড়াইয়ে গত ১১৪ বছরের ফুটবল ইতিহাস এগিয়ে রাখছে চেলসিকে। লিগ ও বিভিন্ন টুর্নামেন্ট মিলিয়ে ১৫১ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই ক্লাব। সেখানে চেলসি জিতেছে ৬১ ম্যাচে, ৫১ ম্যাচ জিতেছে ম্যানসিটি এবং বাকি ৩৯ ম্যাচ ড্র হয়েছে।

চেলসি ২০১২ সালে চ্যাম্পিয়ন্স লিগে তাদের একমাত্র শিরোপা জয় করে। এ নিয়ে তারা তৃতীয়বার ফাইনাল খেলেছে। অন্যদিকে সিটির ইতিহাস এখনো খাতার সাদা পৃষ্ঠার মতো। তারা এবারই প্রথম উঠলো টুর্নামেন্টটির ফাইনালে। প্রথমবারই সাদাপাতা রঙিন করার সুযোগ থাকছে তাদের সামনে। তবে ক্লাবটির কোচ গার্দিওলা এর আগে বার্সেলোনাকে দুইবার চ্যাম্পিয়ন্স লিগ জিতেয়েছেন। অপর দিকে টুখেলের হাত এখনো শূন্য। ইউরোপ সেরার মঞ্চে দুই ক্লাবের এটিই প্রথম দেখা।

ডিফেন্স-মিড-আক্রমণভাগ সব মিলিয়ে ব্যালেন্স টিম প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়নরা। অপরদিকে চেলসিও তাদের চেয়ে কোনো অংশ কম নয়। মাঠের লড়াইয়ে দেখা যাবে কেভিন ডি ব্রুইনে নাকি এনগোলো কন্তেরা জিতে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital