একটি নতুন ও ব্যতিক্রম গল্পের সঙ্গে সেখানে জুড়ে দেওয়া হবে কাজী হায়াতের বিভিন্ন সিনেমার গুরুত্বপূর্ণ সব দৃশ্য ও গান। এ সিনেমার নাম দেওয়া হয়েছে ‘সিনেমা থেকে সিনেমা’। কোনো সিনেমা, সিনেমার গুরুত্বপূর্ণ দৃশ্য ও গান কোন পরিপ্রেক্ষিতে তৈরি হয়েছিল, তা নিয়ে পরিচালকের কিছু কথাও সংযোজিত হবে সিনেমার গল্পে। ছবিটি শুটিংয়ের প্রস্তুতি চলছে। সিনেমাটির পরিকল্পনা করেছেন পরিচালক কাজী হায়াতের বেশিরভাগ ছবির প্রধান সহকারী পরিচালক কাজী মনির হোসেন।
কাজী হায়াৎ বলেন, ‘এভাবে সিনেমাটি তৈরির প্রস্তাব মনিরই আমাকে দিয়েছেন। আমিও ভেবে দেখলাম বিষয়টি ভালোই হবে। কাজটি করার জন্য তাকে সব রকমের সহযোগিতা করছি। চিত্রনাট্য আমিই লিখে দিচ্ছি। একটি সিনেমা যেভাবে তৈরি হয়, সেভাবেই হবে।’
ছবিটির পরিচালক কাজী মনির হোসেন বলেন, ‘আমি ওস্তাদের সঙ্গে বসে নতুন ছবির গল্প নিয়ে কথা বলছিলাম। তখন এই চিন্তা মাথায় আসে। ভালো একটি কাজ হবে। ঢাকার চলচ্চিত্রে নতুন কিছু হবে।’