টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
কার্গো জাহাজে আগুন: শ্রীলঙ্কায় চরম সামুদ্রিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

কার্গো জাহাজে আগুন: শ্রীলঙ্কায় চরম সামুদ্রিক পরিবেশ বিপর্যয়ের আশঙ্কা

শ্রীলঙ্কার পরিবেশ কর্তৃপক্ষ জানিয়েছে, সিঙ্গাপুরের পতাকাবাহী এমভি এক্স প্রেস পার্ল নামের কার্গো জাহাজে আগুন লাগার পর দেশটি চরম সামুদ্রিক পরিবেশ বিপর্যয়ের মুখে পড়েছে। জাহাজটিতে বিভিন্ন রাসায়নিক এবং কসমেটিকসের কাঁচামাল ছিল। গত ২০ মে কলম্বো বন্দর থেকে সাড়ে নয় নটিক্যাল মাইল দূরে জাহাজটিতে আগুন লাগে।

প্রতিবেদনে বলা হয়, জাহাজের ট্যাঙ্কের ৩২৫ মেট্রিক টন জ্বালানি ছিল। এছাড়া ২৫ টনের কাছাকাছি বিপজ্জনক নাইট্রিক এসিড বহন করছিল জাহাজটি। কর্মকর্তারা জানিয়েছেন, এ ঘটনার পরে উপকূল ধরে প্রচুর মরা সামুদ্রিক কচ্ছপ, পাখি এবং ছোট মাছ দেখা যাচ্ছে।

দেশটির মেরিন এনভায়রনমেন্ট পলিউশন অথরিটি (এমইপিএ) এর চেয়ারপারসন দর্শনি লহন্ডপুরা জানিয়েছেন, এখন পর্যন্ত প্রাপ্ত তথ্য অনুযায়ী এটি দ্বীপপুঞ্জের সবচেয়ে খারাপ সামুদ্রিক পরিবেশ বিপর্যয় হবে। পর্যটন কেন্দ্রগুলোর প্রধান আকর্ষণ নেগোম্বো লেগুনের চারপাশে ফিশিং ব্রিডিং পয়েন্ট এবং ম্যানগ্রোভগুলো অত্যন্ত সংবেদনশীল এবং দূষণ এগুলোকে প্রভাবিত করতে পারে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital