এসময় পারভেজ ওই তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে। আর সাদ্দাম তার ছোট বোনকে আটকে রাখে এবং দরজার কাছে দাঁড়িয়ে পাহারা দেয়। রাতে ওই তরুণীর মা বাড়িতে আসলে মেয়ে কান্নায় ভেঙে পড়ে। পরে মার কাছে বিস্তারিত বলে যে পারভেজ তাকে ধর্ষণ করেছে। ওই রাতে পারভেজ ও সাদ্দাম হোসেনের নামে থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়েছে। রাতেই পুলিশ ধর্ষকদের বাড়িতে অভিযান চালায় কিন্তু তারা পালিয়ে যায়। রোববার সকালে ভিকটিমকে মেডিকেল করানোর জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পুলিশ। ধর্ষিতার বাবা জানান, আমার মেয়েকে বাড়িতে একা পেয়ে জোরপূর্বক ধর্ষণ করেছে পারভেজ ও ছাদ্দাম। আমি ধর্ষকদের ফাঁসি চাই।
ধামরাই থানার অফিসার ইনচার্জ আতিকুর রহমান বলেন, ভিকটিমকে উদ্ধার করে মেডিকেলে পাঠানো হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা বাদী হয়ে মামলা করেছেন। খুব দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হবে।