টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
অ্যাঞ্জেলা মারকেলের ওপর গুপ্তচরবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র!

অ্যাঞ্জেলা মারকেলের ওপর গুপ্তচরবৃত্তি করেছে যুক্তরাষ্ট্র!

ডেনমার্কের গোয়েন্দা সংস্থার সহায়তায় মার্কিন যুক্তরাষ্ট্র জার্মানির চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেলের ওপর গুপ্তচরবৃত্তি করেছে

২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত মেরকেল ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের নেতাদের ওপর এমন গুপ্তচরবৃত্তি চলেছে বলে ডেনিশ সংবাদ মাধ্যমের বরাতে জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

এরআগে সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার কাছে ২০১৩ সালে এ বিষয়ে অভিযোগ জানিয়েছিলেন জার্মানির চ্যান্সেলর। বিষয়টি নিয়ে ওবামার কাছে ফোনে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে মেরকেল তখন এ ধরনের ঘটনা ঘটে থাকলে তা দুই দেশের মধ্যকার বিশ্বাসে ভাঙন ধরাতে পারে বলেও মন্তব্য করেন। তবে অভিযোগ অস্বীকার করে হোয়াইট হাউস।

ডেনমার্কের রাষ্ট্রীয় প্রচার মাধ্যম ডেনমার্কস রেডিও জানিয়েছে, জার্মানি, সুইডেন, নরওয়ে এবং ফ্রান্সের শীর্ষস্থানীয় রাজনীতিবিদ এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের ওপর গুপ্তচরবৃত্তির জন্য মার্কিন জাতীয় নিরাপত্তা সংস্থা ডেনমার্কের ইন্টারনেট কেবলের সহায়তা নিয়েছে। গুপ্তচরবৃত্তির জন্য মার্কিন সংস্থা ডেনমার্কের সামরিক গোয়েন্দা ইউনিটকেও কাজে লাগিয়েছে বলে জানায় ডিআর।

এদিকে, ডেনমার্কের প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তিনি কোনও মন্তব্য করতে রাজি হননি।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital