টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চালু

আগামীকাল থেকে ঢাকা-কক্সবাজার রুটে ফ্লাইট চালু

প্রায় দুই মাস পর আগামীকাল মঙ্গলবার থেকে ঢাকা থেকে কক্সবাজার রুটে ফ্লাইট চালু হচ্ছে

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সসহ তিনটি বিমান সংস্থাকে শর্তসাপেক্ষে ফ্লাইট চালানোর অনুমতি দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) এক কর্মকর্তা। আজ সোমবার দুপুরে পৃথক সংবাদ বিজ্ঞপ্তিতে বিমান ছাড়া বেসরকারি দুই এয়ারলাইন্সের পক্ষ থেকে ঢাকা-কক্সবাজার রুটে প্রতিদিন দুটি করে ফ্লাইট পরিচালনার কথা জানানো হয়েছে। সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে কাল থেকে রুটটিতে ফ্লাইট চলবে।

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের উপমহাব্যবস্থাপক তাহেরা খন্দকার জানান, স্বাস্থ্যবিধি মেনে ঢাকা-কক্সবাজার গন্তব্যে ফ্লাইট পরিচালিত হবে। যদিও এ ব্যাপারে এখন পর্যন্ত নির্দেশনা আসেনি। নির্দেশনা আসবে, সে অনুযায়ী প্রস্তুতি নেওয়া হচ্ছে।

ইউএস-বাংলা জানিয়েছে, সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী করানাকালীন সময়ে সকল ধরনের স্বাস্থ্য সতর্কতা মেনে প্রতিদিন ঢাকা থেকে কক্সবাজার রুটে দুটি করে ফ্লাইট পরিচালনা করবে। এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরও জানান, ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও দুপুর সাড়ে ৩টায় কক্সবাজারের উদ্দেশে ফ্লাইট ছেড়ে যাবে এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ৫ মিনিট ও বিকেল ৫টা ৫ মিনিটে ঢাকার উদ্দেশে ফ্লাইট উড্ডয়ন করবে। ঢাকা থেকে কক্সবাজারের ন্যূনতম ভাড়া সকল প্রকার ট্যাক্স ও সারচার্জসহ ওয়ান ওয়ের জন্য মোট ৪২৯৯ টাকা ও রিটার্ন ভাড়া ৮ হাজার ৫৯৮ টাকা নির্ধারণ করা হয়েছে।

সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে তারা আগামীকাল থেকে ঢাকা থেকে সকাল সাড়ে ৯টা ও বিকাল ৩টা এবং কক্সবাজার থেকে সকাল ১১টা ৫ মিনিটে ও বিকাল ৪টা ৩৫ মিনিটে প্রতিদিন দুইটি করে ফ্লাইট পরিচালনা করবে।

করোনাভাইরাস মহামারীর দ্বিতীয় ঢেউয়ের কারণে গত ৫ এপ্রিল থেকে যাত্রীবাহী ফ্লাইট বন্ধ ছিল। পরে কয়েকটি দেশে শর্তসাপেক্ষে আন্তর্জাতিক ফ্লাইট চালু করা হয়। আর ২১ এপ্রিল থেকে দেশের সবচেয়ে বড় পর্যটন গন্তব্য কক্সবাজার ছাড়া অভ্যন্তরীণ অন্য রুটে নিয়মিত যাত্রীবাহী ফ্লাইট চালু করা হয়।

advertisement

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital