ফুটবলের রাজপুত্রের দেশ আর্জেন্টিনায় কোপা আমেরিকা হচ্ছে না । দেশটিতে করোনার সংক্রমণ বেড়ে যাওয়ায় কনমেবল এ সিদ্ধান্ত নিয়েছে। আগামী ১৩ জুন থেকে আর্জেন্টিনায় কোপা আমেরিকা শুরু হওয়ার কথা ছিল। বিকল্প হিসেবে কোন দেশে টুর্নামেন্টটি আয়োজন করা যায়, তা খুঁজে দেখা হচ্ছে। এর মাধ্যমে ঘোরতর অনিশ্চয়তার মধ্যেই পড়ে গেল লাতিন অঞ্চলের সবচেয়ে বড় ফুটবল প্রতিযোগিতা।