মহামারি করোনাভাইরাসের কারণে এবারের কোপা আমেরিকার আসর আর্জেন্টিনায় বসছে না। দেশটিতে সংক্রমণ বেড়ে যাওয়ায় দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এ সিদ্ধান্ত নিয়েছে। এবার নতুন আয়োজকের নাম ঘোষণা করেছে কনমেবল। স্বাগতিকের দায়িত্ব পেয়েছে ব্রাজিল।
কনমেবল জানিয়েছে, টুর্নামেন্ট শুরু এবং শেষের তারিখে কোনও পরিবর্তন আসবে না। নির্ধারিত সময়ের মাঠে গড়াবে এবারের কোপা আমেরিকার আসর।