পাবনার চাটমোহরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সবুজ হোসেন (৩০) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। ৩১ মে সোমবার দুপুরে গাছের তাল পাড়তে গিয়ে উপজেলার মূলগ্রাম ইউনিয়নের অমৃতকুন্ডা গ্রামে এ ঘটনা ঘটেছে। নিহত সবুজ ওই এলাকার ইসমাইল হোসেনের ছেলে পেশায় সে একজন রংমিস্ত্রি ছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে বাড়ির পাশের একটি তালগাছের কাঁচা তাল পারার জন্য বড় একটি জাম গাছে ওঠে সে। সেখানে বাঁশের কাচা লগি দিয়ে তাল পারার মুহূর্তে ওই গাছের ওপর দিয়ে টানা বিদ্যুৎ লাইনের তারে স্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয় সে। কিছু সময় বিদ্যুৎ লাইনে জড়িয়ে থাকার পরে গাছ থেকে মাটিতে পড়ে যায় ।
এসময় পরিবারের সদস্যরা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।