এ সময় বক্তব্য রাখেন ব্রাকের সেক্টর স্পেশালিষ্ট বিদ্যুৎ কুমার নন্দী,জেন্ডার জাস্টিস অ্যান্ড ড্রাইভার সিটি কর্মসূচী ব্রাকের রিজিওনাল ম্যানেজার মোঃ জহিরুল আকন্দ, ব্রাকের শাহজাদপুর শাখার পিও- সি ইপি রাবেয়া খাতুন,এনডিপি সংস্থার সৌহার্দ্যের পোরজনা শাখার পিটি এস ডি প্রীতি রানী।এ ছাড়াও উপস্থিত ছিলেন, পোরজনা বাজার কমিটির সভাপতি গোলাম আজম, সাংবাদিক জেলহক হোসাইন, মোঃ ইনসাব আলী মাষ্টার, ছাইদুল ইসলাম,জামাত প্রামানিক,পিন্জিরা খাতুন, শাপলা খাতুন,লিপি খাতুন, দোলনা খাতুন প্রমুখ।সভায় আলোচনা শেষে অত্র ইউনিয়নের ছোটমহারাজপুর গ্রামের মোস্তাফিজুর রহমানকে কমিটির আহব্বায়ক ও বাচড়া গ্রামের রুবেল হোসেনকে যুগ্ম-আহব্বায়ক করে ব্রাকের সামাজিক ক্ষমতায়ন কর্মসূচীর পোরজনা ইউনিয়ন শাখার উজ্জিবক ফোরাম কমিটি গঠন করা হয়।