টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর সহায়তা

ইয়াসে ক্ষতিগ্রস্তদের মাঝে নৌবাহিনীর সহায়তা

ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত সমুদ্র উপকূলীয় প্রত্যন্ত এলাকার অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ ও মানবিক সহায়তা অব্যাহত রেখেছে বাংলাদেশ নৌবাহিনী।

মঙ্গলবার মংলাস্থ কমান্ডার ফ্লোটিলা ওয়েস্ট’র তত্ত্বাবধানে খুলনার ডাংমারী, পিরোজপুরের মাঝারের চর, চরখালী ও মঠবাড়িয়া এলাকায় ২ হাজার পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়। এছাড়া গতকাল সোমবার বরগুনা জেলার বেতাগী ও ফুলঝুড়ি এবং বাগেরহাট জেলার মোংলা, জঁয়মনি ও রামপাল এলাকায় ১ হাজার পরিবারের মাঝে খাদ্য ও অর্থ সহায়তা প্রদান করা হয়। অন্যদিকে, কক্সবাজারের নুনিয়াছরা, কুতুবদিয়া পাড়া, সমতিপাড়া, নাজিরারটেক ও ইনানী বিচ এলাকার ৬ নং ওয়ার্ড জেলেপাড়ার ৫০০ পরিবারের মাঝে সহায়তা প্রদান করা হয়।

উল্লেখ্য, খাদ্য সহায়তা হিসেবে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা, লবণ, বিশুদ্ধ পানি ও পানি বিশুদ্ধকরণ ট্যাবলেটসহ বিভিন্ন সামগ্রী প্রদান করা হয়। ঘূর্ণিঝড় ‘ইয়াস’ এ ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পরিস্থিতি উন্নতি না হওয়া পর্যন্ত নৌবাহিনীর এই সহায়তা কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital