ভারতসহ পার্শ্ববর্তী দেশে নারী পাচার এবং বাংলাদেশি তরুণীকে নির্যাতনের ঘটনায় আন্তর্জাতিক নারী পাচার চক্রের অন্যতম মূল হোতা আশরাফুল মন্ডল ওরফে ‘বস রাফি’ ও তার সহযোগী ম্যাডাম সাহিদাসহ পাচার চক্রের আরো ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। তাৎক্ষণিকভাবে বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।
মঙ্গলবার র্যাবের মিডিয়ার পক্ষ থেকে মঙ্গলবার এক ক্ষুদে বার্তায় এ তথ্য জানানো হয়। এ বিষয়ে বিকেল ৫ টায় কারওয়ান বাজার র্যাব মিডিয়া সেন্টারে প্রেস ব্রিফিং করা হবে। এরআগে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশি এই তরুণীকে বিবস্ত্র করে শারীরিক নির্যাতনের ভিডিও ভাইরাল হওয়ার ঘটনায় ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত সব আসামি বাংলাদেশি বলে প্রাথমিক তথ্যে জানা গেছে। পাচারের উদ্দেশে অভিযুক্তরা ওই তরুণীকে ভারত নিয়ে গিয়েছিল বলেও জানা গেছে।