টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
শহীদ বুদ্ধীজিবী আঃ কাদের মিয়ার ৫০তম মৃত্যু বার্ষিকী পালন

শহীদ বুদ্ধীজিবী আঃ কাদের মিয়ার ৫০তম মৃত্যু বার্ষিকী পালন

 আজ ১ জুন শহীদ মুক্তিযোদ্ধা ও বুদ্ধীজিবী আঃ কাদের মিয়ার ৫০তম মৃত্যু বার্ষিকী

এ উপলক্ষে সিরাজগঞ্জ জেলার শাহাজাদপুর উপজেলার জামিরতা গ্রামের নিজ রাড়িতে কোরআন খতম ও দোয়া মাহফিল এবং দেবীগঞ্জ থানা মসজিদ,বাজার জামে মসজিদ ও কবরস্থান মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

তিনি ১৯৭১ সালে পঞ্চগড় জেলার দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকতা হিসাবে কর্মরত ছিলেন। ঐ সময় তিনি মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহন করেন এবং ঐ থানার সকল অস্ত্র ও গোলাবারুদ মুক্তিযোদ্ধাদের জন্য সরবরাহ করেন। ১৯৭১ সালের ১জুন তিনি সরাসরি যুদ্ধে অংশ নিয়ে পাকবাহিীনীর গুলিতে আহত হন এবং তিনি যুদ্ধক্ষেত্র থেকে কর্মস্থলে আসার সময় হানাদাররা তাকে ধরে নিয়ে দেবীগঞ্জের ডাঙ্গারপাড়া এলাকার একটি ব্রীজের পাশে নিয়ে নির্মমভাবে হত্যা করে। তাহার সন্মানে ১৯৯৯ সরকার শহীদ বুদ্ধীজিবী হিসাবে স্মরক ডাক টিকিট প্রকাশ করেন।

মুক্তিযুদ্ধে পুলিশ বাহিনীর অবদানে (শহীদ বুদ্ধীজিবী আঃ কাদের মিয়ার কাহিনী অবলম্বনে)”অর্জন-৭১” নামে পুর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি মুক্তির অপেক্ষায় রয়েছে। তার নিজ এলাকা সিরাজগঞ্জের শাহজাদপুরে ইসলামপুর(ডায়া)থেকে জামিরতা সড়কটি শহীদ বুদ্ধীজিবী আঃ কাদের মিয়া নামে নামকরণ হয়। এছাড়াও পঞ্চগড় জেলার তৎকালীন পুলিশ সুপার জনাব হারুন অর রশিদ দেবীগঞ্জ থানায় তাহার নামে সার্ভিস ডেলিভারী সেন্টার ও পুলিশ লাইনের একটি সড়কের নামকরণ করেন।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital