দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র অরিন্দম বাগচী এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন। তিনি বলেন, ভারতে করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসেনি। তাই আমরা দেশে টিকার উৎপাদন বাড়ানোর পাশপাশি আমদানিরও চেষ্টা করছি। সেখানে বাংলাদেশ ও নেপালে টিকা রপ্তানির করার প্রশ্নই ওঠে না। এ নিয়ে প্রশ্ন ওঠাও ঠিক না।
ভারতের কূটনৈতিক বিশ্লেষকরাও বলছেন, বাংলাদেশকে টিকা না দেয়ার সিদ্ধান্ত সঠিক। এদিকে করোনা টিকা দেয়া না নেয়া প্রসঙ্গে বাংলাদেশ শুরু থেকেই বলে আসছে, ভারতের আশ্বাসের প্রেক্ষিতে বাংলাদেশ অন্য কোনও দেশের দিকে তাকায়নি। এমনকি প্রাথমিকভাবে চীনকেও ফিরিয়ে দেয়া হয়েছিল। যদিও পরবর্তীতে উপায় না দেখে সেই চীনেরই দ্বারস্থ হতে হয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বুধবার জাতীয় সংসদে বলেছিলেন, করোনাভাইরাসের টিকা সংগ্রহের পাশাপাশি দেশে উৎপাদনেরও উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে প্রযুক্তি হস্তান্তরের বিষয়ে বিভিন্ন দেশ ও উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনা চলছে।