শুক্রবার রাতে হামলাকারীরা নাইজার সীমান্ত-সংলগ্ন উত্তরাঞ্চলীয় ইয়াঘা প্রদেশের একটি গ্রামে ওই হামলা চালায়। শনিবার সরকারি মুখপাত্র বলেন, হামলাকারীরা স্থানীয় বাজার ও বেশ কয়েকটি বাড়ি জ্বালিয়ে দেয়। বিবৃতিতে হামলাকারীদের ‘সন্ত্রাসী’ হিসেবে অভিহিত করে বলা হয়, ‘তারা শাস্তি থেকে রেহাই পাবে না। তবে এখন পর্যন্ত কেউ এই হামলার দায়দায়িত্ব স্বীকার করেনি।