শনিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন কুষ্টিয়া চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক রাকিবুর রহমান খাঁন। তিনি বলেন, গত বৃহস্পতিবার মিলে মজুদকৃত চিনির স্টক মেলাতে গেলে ৫৩ টন চিনি কম পাওয়া যায়, যার বাজারমূল্য প্রায় ৩২ লাখ টাকা। এ ঘটনায় গুদামের স্টোরকিপার ফরিদুল হককে বরখাস্ত করা হয়েছে এবং চিনিকলের (জিএম) কারখানা কল্যান কুমার দেবনাথকে প্রধান করে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।
এ ব্যাপারে চিনিকলের (জিএম-কারখানা) কল্যান কুমার দেবনাথ বলেন, কিভাবে চিনি সরানো হলো এবং এর সাথে কারা জড়িত, তা বের করতে ইতোমধ্যেই তদন্ত কমিটি কাজ শুরু করেছে। উল্লেখ্য, গত মৌসুমে ২ ডিসেম্বর ২০২০ কুষ্টিয়া চিনিকলের আখমাড়াই কার্যক্রম বন্ধ করে দেয়া হয়।