চরফ্যাশন উপজেলার বিভিন্ন ইউনিয়ন পরিষদের বিরুদ্ধে ছাত্র-ছাত্রীদের জন্মনিবন্ধন সনদ তুলতে মোটা অংকের অর্থ হাতিয়ে নেয়ার অভিযোগ উঠেছে৷
গতকাল ৫জুন নাম প্রকাশে অনিচ্ছুক বিভিন্ন ইউনিয়ন থেকে একাধিক শিক্ষার্থী ও অভিভাবক এমন অভিযোগ করেছেন৷ জানা যায়, সরকারের গৃহিত সিদ্ধান্ত বাস্তবায়নের লক্ষ্যে সকল স্কুল, কলজ ও মাদরাসার ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের একই ডাটাবেজে অন্তর্ভূক্ত করে ইউনিক আইডি প্রদানের কার্যক্রম চলমান৷ এক্ষেত্রে শিক্ষার্থীদের আনুষঙ্গিক কাগজপত্রসহ নিজের এবং পিতা-মাতার জন্ম নিবন্ধন সনদ প্রয়োজন৷ রীতিমতো ইউনিয়ন পরিষদ গুলোতে ভিড় পরেছে জন্ম নিবন্ধন সনদ তোলার৷ আর এ সুযোগে দায়িত্বে থাকা কর্মকর্তাগণ হাতিয়ে নিচ্ছে মোটা অংকের অর্থ৷
উল্লেখ্য ৫ বছর থেকে সব বয়সীদের ৫০ টাকা জন্মনিবন্ধন ফি নেয়ার নিয়ম করে দিয়েছে সরকার। তবে সরকারের এই নিয়ম মানা হচ্ছেনা চরফ্যাশন উপজেলার অধিকাংশ ইউনিয়ন পরিষদে৷ সরকারি নিয়মনীতির তোয়াক্কা না করে নিজেরা নিয়ম করে নিয়েছেন। তাদের নিয়মে প্রতি জন্ম নিবন্ধনে হাতিয়ে নিচ্ছে ৫শত থেকে ৬শত টাকা৷
ভুক্তভোগীরা বলেন, করোনার ক্রান্তিলগ্নে এমন অর্থিক ক্ষতিগ্রস্ত থেকে আমরা মুক্তি চাই৷ ইউনিয়ন পরিষদ সরকারের নির্দেশনা মানতে সংশ্লিষ্টদের হস্তক্ষেপ কামনাও করেছেন তারা৷