শনিবার লালবাগ পলাশী মোড় এলাকায় এ ঘটনাটি ঘটে। তাকে রক্তাক্ত অবস্থায় ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে আসে তার অপর দুই সঙ্গী। বর্তমানে সে ঢাকা মেডিকেল হাসপাতালে ভর্তি রয়েছে। আহত শাকিল জানান, রাস্তায় থাকা কিশোরগ্যাং-এর সদস্য তানজিল ও মোস্তফাসহ কয়েকজন মিলে তাকে ছুরিকাঘাত করে। কিন্তু কেন তাকে ছুরিকাঘাত করা হয়েছে এর কিছুই সে বলতে পারেনি। পেশায় সে রিকশাচালক। থাকে সদরঘাট ভিক্টোরিয়া পার্কে। তার বাবা-মা কেউ নেই। তার বাড়ি ঝিনাইদাহ খালিশপুর উপ-জেলায় এলাকায়।
ঢাকা মেডিকেল পুলিশ পুলিশ ক্যাম্পের (এএসআই) আব্দুল খান জানান, এরা সবাই রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। মাদক সেবন করে ডান্ডি। তবে আহত শাকিলের অবস্থা গুরুতর। বিষয়টি লালবাগ থানাকে অবগত করা হয়েছে।
লালবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম আশরাফ আলী জানান, পলাশী মোড়ে একটা ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে বিস্তারিত জানার চেষ্টা করা হচ্ছে।