রবিবার (৬ জুন) দুপুরে পুলিশ তার মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠায়। পল্টন থানাধীন আহাদ পুলিশ বক্সের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) গোপাল চন্দ্র রায় জানান, গুলিস্তান গোলাপ শাহ মাজারের পূর্ব পাশে হোটেল আল মনসুরের পাশের ফুটপাত থেকে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, ওই ব্যক্তি গুলিস্তান এলাকায় ভবঘুরে হিসেবে ঘুরাফেরা করতো। তার নাম পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অসুস্থতাজনিত কারণে তার মৃত্যু হয়েছে।