গতকাল সন্ধ্যার দিকে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রোজদার আলী পার্শবতী কাজীপাড়া গ্রামের মৃত ফটিক আলীর ছেলে। জানা গেছে, সন্ধ্যা ৭টার দিকে ভাটই বাজার থেকে রোজদার আলী মোটরসাইকেল যোগে বাড়ি ফিরছিল। পথিমধ্যে বিপরীত দিক থেকে আসা একটি নসিমনের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে রোজদার আলী গুরুতর আহত হয়। সেখান থেকে তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিষয়টি নিশ্চিত করেছেন ঝিনাইদহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির এসআই সোহাগ শিকদার।