শ্রীলেখা করোনাকালেই শেষ করেন তার পরিচালিত প্রথম ছবির কাজ। বিরতি ভেঙে এরই মধ্যে শুরু করেছেন নিজের পরিচালনার দ্বিতীয় সিনেমার কাজও। নতুন এ পূর্ণ দৈর্ঘ্য সিনেমার গল্প এগোবে একজন ৭০ বয়স্ক নারীকে ঘিরে। আর এই চরিত্রের জন্য দূরে কোথাও গেলেন না, শিল্পী বেছে নিয়েছেন নিজের পরিবার থেকেই।
শ্রীলেখা জানান, সিনেমাটিতে মায়ের ভূমিকায় অভিনয় করবেন তার ফুফু তপতী দাস। আর মেয়ের চরিত্রে দেখা যায় অভিনেত্রী অমৃতা চট্টোপাধ্যায়কে। এই গল্প মনের আকাশকে বড় করে দেখে জীবনে পজিটিভ ভাবে বাঁচার কথাই বলবে।
তিনি আরও জানান, আমরা শুধু নিজেদের আধুনিক বলে থাকি তবে এই শতাব্দীতে এসেও আমরা বেশ কিছু ট্যাবুকে আকড়ে ধরেই আছি। এই ছবি সেই ট্যাবু ভাঙার গল্প। কবিরা বিভিন্ন সময়ে বলে গেছেন প্রেমের কোন বয়স হয় না, আবার মনের মানুষকে সারা জীবনে খুঁজেও পাওয়া যায় না।
অমৃতা জানিয়েছেন, সিনেমার গল্পটি তার বেশ পছন্দ হয়েছে। এছাড়া যারা প্রথমে অভিনেতা হিসেবে কাজ শুরু করে পরে পরিচালনায় আসেন, তাদেরকে এই অভিনেত্রী আলাদাভাবে পছন্দ করেন। তিনি মনে করেন, পরিচালক হিসেবে তারা অনেক সমৃদ্ধ হন।