টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার সহজ উপায়

হোয়াটসঅ্যাপে কল রেকর্ড করার সহজ উপায়

অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে হলে কল করে ফোনটা লাউড স্পিকারে রাখতে হবে

প্রযুক্তিনির্ভর এই যুগে যোগাযোগের জন্য অন্যতম জনপ্রিয় মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ। তবে এর অসুবিধা একটাই, এতে কল রেকর্ডিংয়ের সুযোগ নেই। তবে সেই সমস্যারও সমাধান রয়েছে।

অ্যানড্রয়েড ফোনে হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে হলে কল করে ফোনটা লাউড স্পিকারে রাখতে হবে। তারপর ফোনে থাকা ভয়েস রেকর্ডার অ্যাপটি ওপেন করতে হবে। সেখানে কল রেকর্ডিং অপশনটিতে ক্লিক করলেই হোয়াটসঅ্যাপ কলটি রেকর্ড হয়ে যাবে।

আপনি যদি আইফোন ইউজার হন, তাহলেও হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে পারবেন। কিন্তু সেক্ষেত্রে অ্যানড্রয়েড ফোনের মতো উপায় বদলালে চলবে না।

আইফোন ইউজাররা হোয়াটসঅ্যাপ কল রেকর্ড করতে চাইলে, তাদের আরও একটি ফোনের সাহায্য নিতে হবে। সেক্ষেত্রে হোয়াটসঅ্যাপ কলটিকে স্পিকারে রেখে অন্য একটি ফোনে কল রেকর্ডার অন করে হোয়াটসঅ্যাপ কলটি রেকর্ড করা যাবে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital