টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

নরসিংদীতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে দুইজন নিহত

নরসিংদীর বেলাবোতে ডাকাত সন্দেহে গনপিটুনিতে দুইজন নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে জেলার বেলাবো উপজেলার দড়িকান্দি এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় উত্তেজিত গ্রামবাসী ওই দুজনের ব্যবহৃত সিএনজি অটোরিকশা আগুন দিয়ে পুড়িয়ে দেন। খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে নিহতদের মরদেহ উদ্ধার করেন। 

ডাকাত সন্দেহে নিহতরা হলেন রায়পুরা উপজেলার রসুলপুর গ্রামের মৃত আতাউর মিয়ার ছেলে জুয়েল (২৬) ও একই গ্রামের শহিদুল মিয়ার ছেলে নাদিম (২৮)। পুলিশ জানিয়েছে, রাত ৯টার দিকে ৪-৫ জনের একটি দল বেলাবো উপজেলার নারায়নপুর ইউনিয়নের দরিকান্দি এলাকায় সড়কে একটি সিএনজি অটোরিকশায় থামানোর চেষ্টা চালায়। ওই সময় সিএনজি অটোতে থাকা যাত্রীরা চিৎকার শুরু করেন। তখন তাদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এসে তাদের ঘেরাও করে ফেলে। ওই সময় তিনজন পালিয়ে গেলেও দুই জনকে ধরে ফেলে। পরে উত্তেজিত গ্রামবাসী তাদের গণপিটুনি দেয়। পরে খবর পেয়ে বেলাবো থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাদের মরদেহ উদ্ধার করে।

ঘটনার সত্যত্যা স্বীকার করে বেলাবো থানার ওসি সাফায়াত হোসেন পলাশ বলেন, নিহতদের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital