মঙ্গলবার দুপুরে মালিবাগ সিআইডি কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার মুক্তা ধর। তিনি বলেন, নুরুন নবীর কাছে আহসান হাবিব ২০ লাখ টাকা পেতেন। এ নিয়ে তাদের মধ্যে বিরোধ চলছিল। এর জেরেই রনি তার আরও ৩ জন সহযোগীকে নিয়ে আহসান হাবিবকে হাতুড়ি দিয়ে মাথায় আঘাত করেন, তারপর গায়ে আগুন ধরিয়ে দেন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটে নিয়ে যান। পরদিন (মঙ্গলবার) চিকিৎসাধীন অবস্থায় আহসান হাবিরের মৃত্যু হয়।
মুক্তা ধর বলেন, গ্রেপ্তার আসামিকে আদালতে পাঠানো হবে। পলাতক সহযোগীদের গ্রেপ্তারে অভিযান চলছে।