১০ জুন বৃহস্পতিবার সকাল ১০টায় গনভবন থেকে ভার্চুয়ালীর মাধ্যমে মসজিদগুলো উদ্বোধন কালে পাবনার চাটমোহর উপজেলার পৌরসভার পৌরসদরের ২ নং ওয়ার্ডের বালুচর মহল্লায় নব-নির্মিত দৃষ্টিনন্দন মডেল মসজিদ ও ইসলামীক সাংস্কৃতিক কেন্দ্রে পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, পুলিশ সুপার মহিবুল ইসলাম, চাটমোহর সার্কেল সজীব সাহরীন, চাটমোহর উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ মাস্টার, চাটমোহর উপজেলা নির্বাহী কর্মকর্তা সৈকত ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) শারমিন ইসলাম, ভাইস চেয়ারম্যান ইছাহক আলী মানিকসহ রাজনৈতিক নেতৃবৃন্দ, সাংবাদিক ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।