টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
নাগরপুরে ফেন্সি কবুতর প্রদর্শনী, উপজেলা কর্তৃক প্রথম পুরস্কার হিসেবে নগদ টাকা প্রদান। 

নাগরপুরে ফেন্সি কবুতর প্রদর্শনী, উপজেলা কর্তৃক প্রথম পুরস্কার হিসেবে নগদ টাকা প্রদান। 

নাগরপুর উপজেলা প্রতিনিধিঃ গোপাল সরকার 

নাগরপুর উপজেলার ভাড়রা ইউনিয়ননের আরড়া এলাকার তরুণ বিদেশী নানা জাতের কবুতর পালন করে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছে পুরো উপজেলায়। কয়েকদিন আগে উপজেলায় হয়ে যাওয়া প্রদর্শনী মেলায় প্রথম স্থান পেয়ে পুরষ্কারজয়ী হয়েছেন।

সরেজমিনে, আকাশ নামের তরুণের কবুতরের লফ্টে গিয়ে দেখা যায়, তার সংগ্রহে রয়েছে কিং,লক্কা,সার্টিন ঝর্না, মুক্ষী সহ নানা দেশি-বিদেশি জাতের কবুতর। কথা বলতে গিয়ে আকাশ বলেন, আমি সখের বশে আমার চাচার উৎসাহে কবুতর পালন শুরু করি এবং প্রায় এক বছর সময় নিয়ে এখন বাণিজ্যিক আকারে ফেন্সি কবুতর পালন করছি।
কবুতরের খাবার ব্যবস্থাপনা থেকে শুরু করে চিকিৎসা ব্যবস্থাপনা সব কিছুই যেনো রুটিন মেনেই চলছে। প্রায় ১০ টি জাতের কবুতরের রাজ্যে ডিম বাচ্চা রীতিমতো নজর কাড়ছে। স্থানীয় এলাকাবাসী এই কার্যক্রম দেখে একদিকে পরিদর্শন করছে অন্যদিকে আগ্রহ বাড়ছে কবুতর পালনে।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital