রোববার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের পরিচয় পাওয়া যায়নি। কুষ্টিয়া জেনারেল হাসপাতাল সূত্রে জানা যায়, গুলিবিদ্ধ তিনজনের মধ্যে এক নারী ও শিশু মারা গেছেন। তাদের বয়স আনুমানিক ৩৫ বছর ও ৪ বছর। আর অপর একজন ৩৫-৪০ বয়সী পুরুষ। আহত পুরুষের অবস্থা আশঙ্কাজনক।
কুষ্টিয়ার অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করে বলেন, হামলাকারীকে ইতোমধ্যে আটক করা হয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।