টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
সিরিয়ায় হাসপাতালে হামলা, নিহত ১৮

সিরিয়ায় হাসপাতালে হামলা, নিহত ১৮

সিরিয়ার একটি হাসপাতালে ক্ষেপণাস্ত্র হামলায় শিশুসহ অন্তত ১৮ জন নিহত হয়েছে। আফরিন শহরের আশ-শিফা হাসপাতালে ওই হামলা হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য মতে, আল সিফা হাসপাতালে একটি বিদ্রোহী গোষ্ঠী হামলা চালায়। এতে চিকিৎসক, হাসপাতাল কর্মী, নারী, শিশু এবং বিদ্রোহী গোষ্ঠীর কমান্ডার নিহত হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করা হচ্ছে।

এদিকে তুরস্ক বলছে, সিরিয়ান গণতান্ত্রিক বাহিনীর (এসডিএফ) মাধ্যমে হামলা চালিয়েছে কুর্দি ওয়াইপিজি মিলিশিয়া। যদিও এক বিবৃতিতে সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে এসডিএফ।

উল্লেখ্য, ওই এলাকায় প্রায়ই এ ধরনের হামলা হয় এবং প্রাণ হারায় অসংখ্য বেসামরিক নাগরিক। সিরিয়ায় ২০১১ সাল থেকে চলমান সহিংসতায় এখন পর্যন্ত প্রায় ৫ লাখ মানুষ নিহত হয়েছে। এ ছাড়া গৃহহীন হয়েছে কয়েক লাখ মানুষ।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital