মঙ্গলবার দুপুরে বৈকারী এলাকার কালিয়ানি-বালিয়ারঘাট খাল থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়। সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। ওসি জানান, সীমান্তবর্তী বৈকারী এলাকার কালিয়ানি-বালিয়ারঘাট খালে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহটি উদ্ধার করে। তার বয়স আনুমানিক ৩৫ বছর।
তিনি বলেন, প্রাথমিকভাবে তার শরীরের বেশ কয়েক জায়গায় আঘাতের চিহ্ন দেখা যায়। যুবকের নাম পরিচয় না জানা গেলেও তিনি হিন্দু সম্প্রদায়ের বলে নিশ্চিত হওয়া গেছে।
মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান ওসি।