টেকনাফ মডেল অফিসার ইনচার্জ (ওসি) মো.হাফিজুর রহমান গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার রাতে টেকনাফ মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক শাখাওয়াতের নেতৃত্বে একটি টিম অভিযান পরিচালনা করে মাদক মামলার সাজাপ্রাপ্ত আসামি বদিউর রহমান প্রকাশ বদুরানকে গ্রেফতার করতে সক্ষম হয়।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।