স্থানীয় সময় বুধবার তার বিরুদ্ধে এই রায় ঘোষণা করা হয় বলে এক প্রতিবেদনে জানিয়েছে বিবিসি। ২০১৯ সালে নিজ বাসায় প্লাস্টিকে মোড়ানো অবস্থায় ওই আলবার্তো স্যানচেজ গোমেজের মায়ের শরীরের বিভিন্ন অঙ্গ খুঁজে পায় পুলিশ।পরে তাকে গ্রেপ্তার করা হয়। জিজ্ঞাসাবাদে আলবার্তো জানান, মায়ের শরীরের কিছু অংশ সে খেয়ে ফেলেছে।
আদালতের নির্দেশ অনুযায়ী, ২৮ বছর বয়সী আলবার্তো স্যানচেজ গোমেজকে আগামী ১৫ বছর কারাগারে কাটাতে হবে। একই সঙ্গে ক্ষতিপূরণ হিসেবে তিনি তার ভাইকে দেবেন ৬০ হাজার ইউরো।
পুলিশ জানিয়েছে, ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পশ্চিম মাদ্রিদে ৬০ বছর বয়সী ম্যারিয়া সোলডেড গোমেজের সন্ধান না পেয়ে এক ব্যক্তি পুলিশে খবর দেন। এরপরই পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে।