ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে গ্রুপ পর্বের শেষ ম্যাচেও জয় পেয়েছে ইতালি। টানা দুই জয়ে আগেই নক আউট পর্বের খেলা নিশ্চিত ছিল দলটির। তৃতীয় ম্যাচেও জয়ের দেখা পেল দলটি। ওয়েলসকে ১-০ গোলে হারিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হিসেবে শেষ ষোলোয় নাম লেখাল আজ্জুরিরা।
রোববার রাতে ‘এ’ গ্রুপের ম্যাচে রোমের অলিম্পিক স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই রক্ষণাত্মক কৌশল বেছে নেওয়া প্রতিপক্ষের গোলমুখে মুহুর্মুহু আক্রমণ চালায় ইতালি। তবে গোল পেতে তাদের অপেক্ষা করতে হয় ৩৯ মিনিট পর্যন্ত। ভেরাত্তির ক্রসে বক্সের মধ্য থেকে ডান পায়ের দুর্দান্ত এক ভলিতে বল জালে জড়ান মাত্তেও পেসিনা।
দ্বিতীয়ার্ধেও ওয়েরসের রক্ষণে চাপ অব্যাহত রাখে ইতালি। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার সুযোগ পেয়েছে ওয়েলসও। সেরা সুযোগটি তারা পায় ৫৩ মিনিটে। কিন্তু ৫৩ মিনিটে ইতালির গোলকিপারকে একা পেয়েও গোল করতে ব্যর্থ হন রামসি। ৫৫ মিনিটে বেরনারডেস্কিকে ফাউল করে আম্পাডু লাল কার্ড দেখলে ১০ জনের দল হয়ে যায় ওয়েলস। এরপর আক্রমণ করার চেয়ে আক্রমণ ঠেকাতেই বেশি মনোযোগী হতে হয় তাদের।
গ্রুপের আরেক ম্যাচে আজারবাইজানের বাকুতে তুরস্ককে ৩-১ গোলে হারিয়ে নকআউটের আশা বাঁচিয়ে রেখেছে সুইজারল্যান্ড। ওয়েলসের মতো তাদেরও অর্জন ৪ পয়েন্ট। তবে গোল পার্থক্যে ওয়েলসের (+১) চেয়ে পিছিয়ে থেকে সুইসরা (-১) হয়েছে তৃতীয়। ছয় গ্রুপের তৃতীয় হওয়া সেরা চারটি দল জায়গা পাবে শেষ ষোলোতে।
তিন ম্যাচের সবকটিতে জেতা ইতালির পয়েন্ট ৯। সুইজারল্যান্ডের সমান ৪ পয়েন্ট হলেও গোল ব্যবধানে এগিয়ে গ্রুপ রানার্সআপ হয়ে ওয়েলস পৌছে গেছে নক আউট পর্বে। তিন ম্যচের সবকটি হেরে খালি হাতে ইউরো মিশন শেষ করেছে তুরস্ক।