টিভি ব্রেকিংঃ
ঝিনুক টিভির পক্ষথেকে সকল দর্শকদের জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। ঝিনুক টিভি আসছে নতুন নতুন সব আয়োজন নিয়ে। পাশেই থাকুন
ক্ষতিকর ৮ অ্যাপস থেকে সাবধান

ক্ষতিকর ৮ অ্যাপস থেকে সাবধান

অ্যানড্রয়েড স্মার্টফোনে ‘জোকার’-এর হানা। গুগল প্লে স্টোরে ৮টি অ্যাপ্লিকেশনের মাধ্যমে এই ভাইরাস স্মার্টফোনে হানা দিচ্ছে বলে জানিয়েছে ভারতের পুণের সাইবার সুরক্ষা সংস্থা কুইকহিল সিকিউরিটি ল্যাবস।

প্রতিষ্ঠানটি বলছে, স্মার্টফোনের অ্যাপসগুলো থেকে এসএমএসের মাধ্যমে ব্যবহারকারীদের তথ্য হাতিয়ে বিনা অনুমতিতেই তাদের বিভিন্ন বিজ্ঞাপনের গ্রাহক করে দিচ্ছে ‘জোকার’।

সম্প্রতি এই অ্যাপসগুলো চিহ্নিত করে গুগলকে জানিয়েছে কুইকহিল। পরবর্তীতে ওই ৮টি অ্যাপ নিজেদের প্লে স্টোর থেকে সরিয়ে দিয়েছে গুগল।

অ্যাপসগুলো হলো- অক্সিলিয়ারি মেসেজ, ফাস্ট ম্যাজিক এসএমএস, ফ্রি ক্যামস্ক্যানার, সুপার মেসেজ, এলিমেন্ট স্ক্যানার, গো মেসেজেস, ট্র্যাভেল ওয়ালপেপার্স এবং সুপার এসএমএস।

প্রসঙ্গত, ‘জোকার’-এর মতো ট্রোজান ম্যালওয়্যার গত ৩ বছর ধরেই গুগল প্লে স্টোরের অ্যাপসগুলোতে ধরা পড়ছে। তবে নিজেদের সাম্প্রতিক রিপোর্টে এই ৮টি অ্যাপকে গুগল প্লে স্টোরে চিহ্নিত করেছে কুইকহিল। এরপরই তৎপর হয়েছে গুগল। সাইবার সুরক্ষা বিশেষজ্ঞদের মতে, এই অ্যাপসগুলো অ্যানড্রয়েড স্মার্টফোনে থাকলে তা এখনই সরিয়ে ফেলা উচিত ব্যবহারকারীদের।

শেয়ার করুনঃ

Comments are closed.

© All rights reserved © 2020 | jhenuktv.com
Developed BY POS Digital